অালীকদম উপজেলার বাসিন্দাদের জন্য জানানো যাচ্ছে, যারা কোভিড-১৯ এর টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা/তাহারা এসএমএস(SMS) প্রাপ্তির পর টিকা কেন্দ্রে অাসার জন্য অনুরোধ করা হলো। ১ম ডোজের এসএমএস(SMS) ছাড়া টিকা কেন্দ্রে এসে ঝামেলা না করার জন্য অনুরোধ করা হলো। অালীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম ডোজ গ্রহনকারীরা এসএমএস(SMS) ছাড়াও টিকা গ্রহণ করতে পারবেন। অন্য কেন্দ্রে রেজিষ্ট্রেশনকারীগণ এসএমএস (SMS) প্রদর্শনের পর টিকা দিতে পারবেন। অযথা হাসপাতালে ঘুড়া-ঘুড়ি না করার জন্য অনুরোধ করা হলো। টিকা নিন ও মাক্স পরুন, সুস্থ্য থাকুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS